news | logo

১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৪ ইংগাজীপুরে ২৪ ঘণ্টায় নতুন করে স্বামী-স্ত্রীসহ ১২ জনের করোনা আক্রা’ন্ত

প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২০, ১৮:০৮

গাজীপুরে ২৪ ঘণ্টায় নতুন করে স্বামী-স্ত্রীসহ ১২ জনের করোনা আক্রা’ন্ত

গাজীপুরে করোনা পরিস্থিতির সোমবার আরোও অবন’তি ঘ’টছে। গত ২৪ ঘণ্টায় জেলা নতুন করে আক্রা’ন্ত হয়েছেন স্বামী-স্ত্রীসহ ১২ জন। তাদের মধ্যে গাজীপুর মহানগর এলাকায় ৪, শ্রীপুরে ৫ ও কালিগঞ্জ উপজেলায় ৩ জন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। এ নিয়ে জেলা করোনা আক্রা’ন্তের সংখ্যা দাড়াঁলো ৩৫ জনে।

গাজীপুর সিভিল সা’র্জন অফিস সূ’ত্রে জানা গেছে, কালীগঞ্জে আক্রা’ন্ত তিনজনের মধ্যে দুইজন স্বামী-স্ত্রী, অপরজন পুরুষ। স্বামী-স্ত্রী সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে ফিরেছেন। শ্রীপুরে আক্রা’ন্তদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী। তাদের মধ্যে ৪ জনের বাড়ি উপজেলার কাওরাইদ ইউনিয়নে এবং একজন শ্রীপুর পৌরসভার উজিলাব এলাকার বাসিন্দা। কাওরাইদে আক্রা’ন্ত ৪ জনের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। মহানগরীতে আক্রা’ন্ত ৪ জনের মধ্যে একজন নারী।
সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com