news | logo

৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৪ ইং



ফরিদপুরে পঞ্চাশ হাজার গাছ লাগাচ্ছে আজিজ পাইপস্ লিঃ

প্রকাশিত : আগস্ট ০১, ২০১৯, ১৩:৩৪

ফরিদপুরে পঞ্চাশ হাজার গাছ লাগাচ্ছে আজিজ পাইপস্ লিঃ

ফরিদপুর অফিসঃ

“শত বৃক্ষ করবো রোপণ-রোধ করবো বায়ু দূষণ” স্লোগান নিয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে ৫০ হাজার বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়েছে প্লাস্টিক পাইপ কারাখানা আজিজ পাইপ মিলস্ লিমিটেড কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১ আগষ্ট) বেলা ১১টায় ফরিদপুরের মাচ্চর ইউনিয়নের অমিরাবাদে অবস্থিত আজিজ পাইপ মিলস্ লিমিটেডের কারখানা প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা এনামুল হক ভূইয়া, আজিজ পাইপস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আবছার, মাচ্চর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ মুন্সী বক্তব্য দেন।

এসময় অন্যানের মধ্যে কোম্পানি সচিব ও এজিএম এ এইচ এম জাকারিয়া, কারখানা ব্যবস্থাপক শেখ ফরিদ আহম্মেদ, আজিজ পাইপস লিমিডেটের কর্মকর্তা মোস্তফা কামাল, দিদার উদ্দীন প্রমুখ।

আলোচনা সভা শেষে কারখানে প্রাঙ্গনে অতিথিরা একটি বৃক্ষ রোপনের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পরে অতিথিদের নিয়ে কারাখানায় কর্মরত ২শতাধিক শ্রমিক ব্যান্ডপার্টি নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালী ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে শিবরামপুর স্কুলের সামনে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, আজিজ পাইপ প্লাস্টিক মিল, আজিজ পাইপস্ লি:, আরডি একাডেমী, এএইচ ফিশারিজ, শিবরামপুর ইসলামিক এডুকেশন সেন্টার, বিষ্ণুপুর মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই পঞ্চাশ হাজার গাছ লাগানো হবে।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com