news | logo

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে মে, ২০২৪ ইং



বাঘ দিবস: মানুষকে টেনে নিয়ে গেলো বাঘ

প্রকাশিত : জুলাই ২৯, ২০১৯, ২২:২৮

বাঘ দিবস: মানুষকে টেনে নিয়ে গেলো বাঘ

আগামীর প্রত্যাশা ডেক্সঃ

সোমবারই দেশ জুড়ে আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয়েছে। ঠিক সেই দিনেই বাঘ হামলা চালিয়ে অর্জুন মণ্ডল নামে একজনকে ধরে জঙ্গলের ভিতরে টেনে নিয়ে যায়। হামলার রেশ সামলে অর্জুন মণ্ডলের সঙ্গের দুই বন্ধু বাঘটিকে ধাওয়া করলেও বন্ধুকে বাঁচাতে ব্যর্থ হন তারা।

বন দফতরের এক কর্মকর্তা জানান, সুন্দরবনে প্রতিদিনের মতোই কাঁকড়া ধরতে যান কয়েকজন। সেই সময়েই ভারতের রজতজুবুলি গ্রামের বাসিন্দা অর্জুন মণ্ডলকে (৪৮) জঙ্গলের ভিতরে টেনে নিয়ে যায় একটি বাঘ। এসময় ধ্রুব মণ্ডল ও পরিতোষ মণ্ডল বাঘটিকে ধাওয়া করলেও বন্ধুকে বাঁচাতে ব্যর্থ হন। জঙ্গল থেকে ফিরে সজনেখালি রেঞ্জ অফিসে এসে ঘটনার বর্ণনা দেয় তারা। তারপরেই রেঞ্জ অফিসের পক্ষ থেকে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। কিন্তু এখনও পর্যন্ত অর্জুনের সন্ধান মেলেনি।

এদিকে ২০১৯-এর ব্যাঘ্র শুমারি অনুযায়ী এ দেশে বাঘের সংখ্যা বেড়েছে বলে সোমবার জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ২০১৪ সালে যেখানে এদেশে ১,৪০০টি বাঘ ছিল, এখন তা বেড়ে ২,৯৭৭ সংখ্যায় পৌঁছেছে।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com