news | logo

২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই মে, ২০২৪ ইং



ফিলিস্তিনিদের মসজিদকে বার বানিয়েছে ইসরায়েল

প্রকাশিত : এপ্রিল ১৫, ২০১৯, ০১:৪৫

ফিলিস্তিনিদের মসজিদকে বার বানিয়েছে ইসরায়েল

ফিলিস্তিনিদের ঐতিহাসিক একটি মসজিদকে বার ও পার্টি সেন্টারে রূপান্তর করেছে ইসরায়েল। আল-আহমার নামের ওই ঐতিহাসিক মসজিদকে ইসরায়েলের সাফেদ মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ বার ও বিয়ের পার্টি সেন্টারে রূপান্তর করেছে।

কুদস আল-আরাবি এ খবর দিয়েছে বলে জানিয়েছে মিডেলইস্ট মনিটর।

খবরে বলা হয়েছে, মসজিদটি আরব শহরের অন্যতম ঐতিহাসিক শহর। ১৯৪৮ সালে ইসরায়েলিরা ওই এলাকার দখল নেয়।

খবরে বলা হচ্ছে, সাফেদে এক সময় ১২ হাজার ফিলিস্তিনির বসবাস ছিল। ১৯৪৮ সালে তাদের জোর করে বের করে দেওয়া হয়।

তাবারি বলেন, মসজিদের ওই ভবনটিতে এখন সব কিছুই চলে, শুধু মুসলমানদের নামাজ আদায় করতে দেওয়া হয় না।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com