news | logo

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে মে, ২০২৪ ইং



পুরুষ ছাড়াই ভ্রমণ করতে পারবে সৌদি নারীরা

প্রকাশিত : আগস্ট ০২, ২০১৯, ০৩:২৯

পুরুষ ছাড়াই ভ্রমণ করতে পারবে সৌদি নারীরা

আগামীর প্রত্যাশা অনলাইন ডেস্ক:

সৌদি আরবের নারীদের দেশের বাইরে ভ্রমণ করতে আর কোনো পুরুষ সঙ্গী বা অভিভাবক লাগবে না। শুক্রবার রাজকীয় এক ডিক্রিতে এই ঘোষণা এসেছে। এর ফলে কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই এখন ২১ বছরের বেশি বয়সী যে কোনো নারী পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

নতুন ডিক্রি অনুযায়ী সৌদি নারীরা এখন শিশুদের জন্ম নিবন্ধন, বিবাহ ও তালাক নিবন্ধন করতে পারবে। ডিক্রিতে নারীর কর্মসংস্থানের ক্ষেত্রও অনেকটা সম্প্রসারিত হচ্ছে। কাজ পাওয়ার ক্ষেত্রে শারিরীক কোনো অক্ষমতা, লিঙ্গ বা বয়সের কারণে কোনো বৈষম্য করা হবে না।

এর আগে সৌদি নারীদের স্বামী, পিতা বা অন্য কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া পাসপোর্ট বা বাহিরে ভ্রমণের অনুমতি দেয়া হতো না। ২০১৬ সালে মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্সের দায়িত্ব নেয়ার পর থেকে নারীদের বিভিন্ন অধিকার প্রদান করেন। সম্প্রতি কয়েকজন সৌদি তরুণী দেশের বাইরে পালিয়ে যান। তারা দেশে নির্যাতিত হওয়ার অভিযোগ করেন।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com