news | logo

২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই মে, ২০২৪ ইং



জাতীয় চাঁদ দেখা কমিটির পদত্যাগ দাবি

প্রকাশিত : এপ্রিল ১৩, ২০১৯, ১৪:১৭

জাতীয় চাঁদ দেখা কমিটির পদত্যাগ দাবি

ভুলভাবে পবিত্র শাবান মাস গণনা এবং ভুল তারিখে শবে বরাত পালনের সিদ্ধান্তে অটল থাকায় জাতীয় চাঁদ দেখা কমিটির পদত্যাগ দাবি করেছেন আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটি মজলিসু রুইয়াতুল হিলালের সভাপতি ও আন্তর্জাতিক চাঁদ গবেষক আল্লামা আবুল বাশার মুহম্মদ রুহুল হাসান। বৃহস্পতিবার(১১ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ দা‌বি জানান।

আবুল বাশার মুহম্মদ রুহুল হাসান বলেন, ‘ভুল তারিখে পবিত্র শবে বরাতের তারিখ ঘোষণার সিদ্ধান্তে অটল থাকায় জাতীয় চাঁদ দেখা কমিটির পদত্যাগ করা উচিত। কারণ তারা দেশের কোটি কোটি মুসলমানদের বিশ্বাস রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।’

তিনি বলেন, ‘২৯ রজবুল হারাম বাদমাগরিব দেশের বিভিন্ন স্থানে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলেও ইসলামিক ফাউন্ডেশন সেটাকে আমলে না নিয়ে ভুলভাবে পবিত্র শাবান মাস গণনা এবং ভুল তারিখে পবিত্র শবে বরাত পালনের ঘোষণা দিয়েছে। যা সুস্পষ্ট সম্মানিত শরীয়ত বিরোধী সিদ্ধান্ত।’

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাধারণভাবে চাঁদ দেখার জন্য দুইজন পুরুষ অথবা একজন পুরুষ ও দুইজন মহিলার সাক্ষ্য গ্রহণযোগ্য। কিন্তু বলা হচ্ছে ডিসি না বললে সেই সাক্ষ্য গ্রহনযোগ্য নয়। তাহলে চাঁদ দেখার মিটিং এর আগে কেন ঘোষণা দেয়া হয়, ‘বাংলাদেশে কোথাও চাঁদ দেখা গেলে,জাতীয় চাঁদ দেখা কমিটির ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩,৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে ফোনকরে সে খবর জানাতে অনুরোধ হলো।’ এই নাম্বারগুলো না দিয়ে ডিসি সাহেবদের সঙ্গে যোগাযোগের নম্বর দিলেইতো হতো। তাদের (ডিসি) জানানোর জন্য কি কোন নম্বার দেয়া হয়েছিলো?

তারা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন দ্বীন ইসলামের পক্ষে কাজ করার জন্য। প্রতিষ্ঠানটি বহুবছর ধরে সুনামের সাথে চাঁদ দেখার দায়িত্ব পালন করে আসছে। কিন্তু সম্প্রতি জাতীয় চাঁদ দেখা কমিটির ভুল সিদ্ধান্ত ও একগুয়েমি আচরণের কারণে এতদিনের প্রতিষ্ঠানটির সুনাম ও বিশ্বাস ক্ষুন্ন হচ্ছে।’

বক্তারা আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যা দেশে বিদেশে সুনাম কুড়াচ্ছে। কিন্তু বর্তমান জাতীয় চাঁদ দেখা কমিটির ভুল তারিখে শবেবরাত পালনের সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়েছে, কারণ পবিত্র শবে বরাত রাতটি ভাগ্য রজনী। কিন্তু ভুল তারিখ ঘোষণার কারণে দেশের কোটি কোটি দ্বীনদার মুসলমানগণের পবিত্র শবে বরাত নষ্টের আশঙ্কা দেখা দিয়েছে। এতে সরকারের সুনাম ক্ষুন্ন হবে। তাই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছি।’

সংবাদ স‌ম্মেল‌নে দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যিনাত পত্রিকার নির্বাহী সম্পাদক মুফতিয়ে আ’যম আবুল খায়ের মুহম্মদ আযীযুল্লাহ, খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাতীমুড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মুহম্মদ মইনুল ইসলাম পারভেজ এবং মসজিদের মুসুল্লি হাফেজ মুহম্মদ সোহেল, মুহম্মদ আব্দুল মান্নান, মুহম্মদ আবু তাহের, সাইফুল ইসলাম, ইমরান হুসাইন, মুহম্মদ হাসানসহ যারা পবিত্র শাবান মাসের চাঁদ দেখেছেন তারা উপস্থিত ছিলেন।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com