news | logo

১৫ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ | ৩০শে জুলাই, ২০২১ ইংফল বিক্রি করতে হাটে গেলেন ৭০ বছরের বৃদ্ধ, যা করলেন ম্যাজিস্ট্রেট

প্রকাশিত : এপ্রিল ১২, ২০২০, ১৭:৪৫

ফল বিক্রি করতে হাটে গেলেন ৭০ বছরের বৃদ্ধ, যা করলেন ম্যাজিস্ট্রেট

করোনা পরিস্থিতিতে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। তবু সপ্তাহের প্রতি রোববার পাবনার চাটমোহর উপজেলার রেলস্টেশনে হাট বসে। তাই পেটের দায়ে নিজের গাছের কিছু আতাফল বিক্রির উদ্দেশে হাটে আসেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধ। সকাল থেকে ওই হাটে বেচাকেনা শুরু হয়।

দুপুরে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে রেলস্টেশনে হাটে অভিযান চালান চাটমোহরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম। এ সময় সবাই দৌড়ে চলে গেলেও যেতে পারেননি ওই বৃদ্ধ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার কাছে যান। সেইসঙ্গে তার পরিবারের খোঁজখবর নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম বলেন, অভিযানে গেলে সবাই পালিয়ে যান। কিন্তু ৭০ বছর বয়সী ওই বৃদ্ধ বসে ছিলেন। এ সময় তার মুখে মাস্ক না থাকায় একটি মাস্ক ও সাবান দেই। একইসঙ্গে তার কাছে থাকা সব আতাফল কিনে নেই।

এছাড়া পরিবারের খাদ্যের চাহিদা অনুযায়ী ত্রাণ সহায়তা দেয়ার আশ্বাস দিয়ে ওই বৃদ্ধকে বাড়িতে পাঠান ম্যাজিস্ট্রেট ইকতেখারুল।
সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com