news | logo

৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৪ ইং



দেশে একদিনে সর্বোচ্চ ১৩৯ জন রোগী শনাক্ত, মৃ’ত ৪ জন

প্রকাশিত : এপ্রিল ১২, ২০২০, ১১:৩১

দেশে একদিনে সর্বোচ্চ ১৩৯ জন রোগী শনাক্ত, মৃ’ত ৪ জন

বাংলাদেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাই’রাস আক্রা’ন্ত ১৩৯ জন রোগী নতুন করে শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত একদিনে এটিই সবোর্চ্চ সংখ্যক শনাক্ত রোগী। এই নিয়ে দেশটিতে আক্রা’ন্তের মোট সংখ্যা দাঁড়ালো ৬২১ জন। এদিন মোট ১৩৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার দিক দিয়ে এই সংখ্যাটিও এখন পর্যন্ত সর্বোচ্চ। এদিন মা’রা গেছেন আরো চার জন। মোট মৃ’তের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে।

যারা মা’রা গেছেন তাদের মধ্যে তিনজন পুরুষ, একজন মহিলা। মৃ’তদের মধ্যে ৩০ থেকে ৪০ বছর বয়সের মধ্যে দুইজন, ৬০ বছর বয়সের মধ্যে একজন, এবং ৭০ থেকে ৮০ বছর বয়সের মধ্যে একজন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন তিনজন। এনিয়ে সর্বমোট সুস্থ্য হয়েছেনে ৩৯জন। যারা সুস্থ্য হয়েছেন তাদের মধ্যে দুইজন মহিলা এবং একজন পুরুষ। এদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন, যিনি সেবা দিতে গিয়ে আ’ক্রান্ত হন।

নতুন করে চারটি জেলায় রোগী শনা’ক্ত হয়েছে। সব মিলে ৩৫ টি জেলায় শনা’ক্ত হলো। তবে সবচেয়ে বেশি রোগী ঢাকাতে




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com