news | logo

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৪ ইং



করোনা থেকে বাঁচতে যা করতে হবে

প্রকাশিত : মার্চ ০৯, ২০২০, ১১:১০

করোনা থেকে বাঁচতে যা করতে হবে

করোনা ভাইরাসের আকার পাঁচ মাইক্রন। ভাইরাসটি বাতাসে ভাসতে পারে না। আক্রান্ত ব্যক্তির হাঁচি ও কাশি থেকে ভাইরাসটি ছড়ায়। হাঁচি দিলে বা কাশি দিলে করোনা ভাইরাস আশেপাশে তিনফুটের মতো যায়, এরপর তা নিচে পড়ে যায়। পড়ে থাকা অবস্থায় কেউ তা স্পর্শ করে হাত না ধুয়েই চোখে বা মুখে হাত দিলে করোনা তাকে আক্রান্ত করতে পারে।

অন্যের হাঁচি বা কাশির বাতাস থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করতে হবে। হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত না ধুয়ে কোনভাবেই মুখে বা চোখে হাত দেয়া যাবে না। ভিড়ের এলাকা অবশ্যই এড়িয়ে চলতে হবে। করোনা আমাদের ফুসফুসকে আক্রান্ত করে। অন্তত প্রতি পনের বা বিশ মিনিট পরপর একচুমুক হলেও পানি খেতে হবে। কারণ ভাইরাসটি যদি আপনার মুখে বা গলায় প্রবেশ করেও ফেলে তাহলে তা পানির সাথে পাকস্থলীতে পৌঁছে যাবে এবং পাকস্থলীর এসিড এই ভাইরাসটিকে নিষ্ক্রিয় করে দেবে, ফুসফুস পর্যন্ত তা যেতে পারবে না।




সম্পাদক ও প্রকাশক : মি. আহমেদ

অফিস লোকেশন:

১১০, গোয়ালবাড়ী, কাফরুল

মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

ফোন: ০১৯২২২৭৭৭৪৭ নিউজরুম: ০১৯২২২৭৭৭৩২

ই-মেইল: sales@bdwebs.com